প্রথমবারের মত রাতের বেলা এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিডি নিউজ আই
যশোর শিক্ষাবোর্ডের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মত রাতের বেলা এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালি কেন্দ্রে একজন শিক্ষার্থীর এক বিশেষ আবেদনের প্রেক্ষিতে রাতের বেলা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শুধু সেই পরীক্ষাগুলোই দিনের পরিবর্তে রাতে অংশ নেবে রিকি। সে হিসেবে শনিবার অনুষ্ঠিতব্য এসএসসির বাংলা পরীক্ষায় দিনের পরিবর্তে রাতে অংশগ্রহণ করবে রিকি। নির্দিষ্ট ধর্ম অনুসরণ করায় রিকি হালদার (১৭) নামের ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
রিকি হালদার এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে খ্রিস্টান ধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের’। ধর্মীয় বিধান মতে সপ্তাহের শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের মানুষের কোনো কিছু লেখা বারণ।
এ বিষয়ে মাধব চন্দ্র রুদ্র জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিষয়টি আমলে নিয়ে বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী এমএন হাই স্কুল। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তার পরীক্ষা নেওয়া হবে।
মাধব বলেন, ‘২ ফেব্রুয়ারি শনিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বাংলা পরীক্ষা শনিবার পড়ায় সে ওই কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। একইভাবে ৯ ফেব্রুয়ারি গণিত, ১৬ ফেব্রুয়ারি রসায়ন এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিজ্ঞান পরীক্ষা শনিবারে পড়ায় দিনের পরিবর্তে রাতে অংশ নেবে রিকি।’ ##